১। ইউনিয়নের নাম : ৬ নং নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ।
২। মোটআয়তন : ৩৫৩৭.২০একর।
৩। মোট লোক সংখ্যা : সর্ব মোট= ১০,৮৯৪ জন।
৪। গ্রাম সংখ্যা : ০৫ টি
৫। মৌজার সংখ্যা : ২টি
৬। হাটবাজারের সংখ্যা : ছোট ০২ টি
৭। অবস্থান :ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উত্তর পূর্ব কোণ নবীনগর পৌরসভা সংলগ্নে
অবস্থিত।
৮। শিক্ষার হার : ২০‰
ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ০৪ টি
খ) মাদ্রাসার সংখ্যা : ০২ টি
গ) উচ্চ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ০১ টি
৯। দায়িত্বরত চেয়ারম্যানের নাম : জনাব আবুল খায়ের বারী
১০।গুরুত্বপূণ ধর্মীয় স্থান : নাই
১১।ঐতিহাসিক /পযটন স্থান : নাই
১২।ইউপি ভবন স্থাপন কাল : ১১/১১/১৯৬৭ইং
১৩।নবগঠিত পরিষদের বিবরণ:
ক) শপথ গ্রহণের তারিখ : ৭/৭/২০১১ইং
খ) প্রথম সভার তারিখ : ১৮/০৭/২০১১ইং
গ)মেয়াদ উত্তীণ তারিখ : ২৭/০৭/২০১৬ইং
১৪। ২০১১ ইং সালে সর্বমোট ভোটার = ৬৪৫৮ জন।
১৫। গ্রাম সমূহের নাম : (ক) বগডহর, (খ) ডোপাকান্দা, (গ) মোহল্লা, (ঘ) চান্দের চর, (ঙ) সোনাপাড়া।
১৬। ইউনিয়ন পরিষদ জনবল:
ক)নির্বাচিত পরিষদ - ১৩ জন
খ)ইউনিয়ন পরিষদ সচিব - ০১ জন
গ)ইউনিয়ন গ্রাম পুলিম - ০৪ জন
১৭।মোট জমির পরিমান (আবাদী /অনাবাদী) :মোট= ২৫৫২.৮৮ একর
১৮। সংক্ষিপ্ত ইতিহাস :শ্রী হীরেন্দ্র লাল দাস চৌধুরী, পিতা-ব্রজেন্দ্র লাল দাস চৌধুরী হতে ০৩-০৯-১৯৬৩খ্রী: তদীয় চেয়ারম্যান জনাব মো: মোশারফ হোসেন (মদন মিয়া) সাফ কবলা দলিল মূলে ৩০ (ত্রিশ) শতক ভূমি ক্রয় করেন। অত:পর ১৫-০১-১৯৬৭খ্রী: অত্র ইউপি ভবনটি জনাব মো: মেশারফ হোসেন (মদন মিয়া) নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS